কাপড় দ্বারা যাকাত আদায়

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমার উপর দুই হাজার টাকা যাকাত আসে। এখন আমার হাতে নগদ টাকা নেই। তবে আমার দোকানে কিছু কাপড় আছে যেগুলোর বর্তমান বাজারমূল্য দুই হাজার টাকা হবে। এখন জানতে চাই, এগুলো দ্বারা যাকাত দিলে যাকাত আদায় হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যাকাত নগদ অর্থ দ্বারা আদায় করা উচিত। যেন যাকাত গ্রহণকারী তার প্রয়োজন অনুযায়ী তা ব্যয় করতে পারে। অবশ্য নতুন কাপড় এবং দরিদ্রের প্রয়োজনীয় আসবাবপত্র দ্বারাও যাকাত আদায় করা জায়েয।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইলাউস সুনান, খন্ড: , পৃষ্ঠা: ৪৫
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ২১৫
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৪২
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২০১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১