নাপাক কাপড় বালতিতে পাক করার পদ্ধতি

ইসলামী জিন্দেগীপবিত্রতা২২ ফেব, ২১

প্রশ্ন

নাপাক কাপড় বালতিতে রেখে ভালভাবে পানি দ্বারা ধৌত করে ‍উক্ত কাপড় ভালভাবে নিংড়ানোর পর সেই পানি ফেলে দেয়া হল। এভাবে পর পর তিনবার ধৌত করা হয়, এতে কাপড়টি পাক হবে কি? উল্লেখ্য, আল্লামা আশরাফ আলী থানভী i কর্তৃক প্রণীত ‘বেহেশতী জেওর’ নামক কিতাবে লেখা রয়েছে- ‘যেই পানি দ্বারা কোন নাপাক জিনিস ধৌত করা হয়, সেই পানি নাপাক হয়ে যায়।’ সুতরাং নাপাক কাপড় ধৌতকৃত বালতিতে রক্ষিত পানি নাপাক হয়ে যায়। সুতরাং নাপাক কাপড় ধৌতকৃত বালতিতে রক্ষিত পানি যেহেতু নাপাক হিসেবে পরিগণিত, তাই দ্বিতীয় বার ও তৃতীয়বার বালতিতে পানি দিয়ে কাপড় ধৌত করার পূর্বে বালতি পাক করে নিতে হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

পেশাব ইত্যাদি দৃশ্যমান নয় এমন নাপাকী দ্বারা যদি কাপড় অপবিত্র হয়, তাহলে প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে পর পর তিনবার ধৌত করার দ্বারা কাপড় পবিত্র হয়ে যাবে। আর যদি নাপাকী রক্ত ইত্যাদির মত দৃশ্যমান হয় তাহলে নাপাকী দূর করার দ্বারাই কাপড় পবিত্র হয়ে যাবে। এক্ষেত্রে একবার বা তিনবার ধৌত করার প্রশ্ন নেই।

আর নাপাক কাপড় ধৌত করার সময় প্রত্যেকবার ভিন্নভাবে বালতি ধুয়ে পাক করার প্রয়োজন নেই। তৃতীয়বার কাপড়টি ধৌত করার পর তা পাক হয়ে যাবে। তবে প্রথম ও দ্বিতীয় বার বালতি থেকে পানি সবটুকু ফেলে দিয়ে পরবর্তী বারের জন্য পানি নেয়া প্রয়োজন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • দুররে মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩০৮
  • দুররে মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩২৮
  • দুররে মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৩১
  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৪২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১