আগরবাতি সম্মুখে জ্বালানো অবস্থায় নামায আদায়

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

সম্মুখে আগরবাতি জ্বালানো অবস্থায় মসজিদে জামা‘আতবদ্ধ হয়ে নামায আদায় করায় কোন ক্ষতি আছে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মসজিদ অথবা অন্য যে সকল জায়গায় নামায আদায় করা বৈধ, সেখানে জামা‘আতে কিংবা একাকী নামায আদায়কারীর সম্মুখে আগরবাতি, মোমবাতি বা অন্য কোন বাতি জ্বালানো অবস্থায় নামায আদায় করতে কোন ক্ষতি নেই।

তেমনিভাবে নামাযী ব্যক্তির ডানে, বামে বা পিছনে আগরবাতি বা মোমবাতি জ্বালানো থাকলেও নামাযের কোন ক্ষতি হবে না। কেননা, আগরবাতি, মোমবাতি ইত্যাদির উদ্দেশ্য থাকে সুগন্ধি ছড়ানো ও আলো দ্বারা উপকৃত হওয়া। এখানে আগুনের প্রতি ভক্তি-শ্রদ্ধা প্রদর্শন করা মোটেও উদ্দেশ্য নয়। সুতরাং এর দ্বারা অগ্নিপূজকদের সাথে সামঞ্জস্যতা প্রকাশ পায় না। কেননা, অগ্নিপূজকরা এগুলোর পূঁজা করে না। তাই এ সুরতে নামায আদায় করতে কোন অসুবিধা নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৪৫
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২০৫
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ২৫২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১