নামাজরত অবস্থায় সেজদার আয়াত শুনলে করনীয়

মাসিক আল কাউসারবিবিধ২৭ ফেব, ২১

প্রশ্ন

আমি একদিন আমাদের মসজিদে একাকী নামায পড়ছিলাম। কিছুক্ষণ পর এক ব্যক্তি আমার পার্শ্বে বসে উচ্চ স্বরে কুরআন মজীদ তেলাওয়াত শুরু করে এবং একপর্যায়ে সে আয়াতে সিজদা তিলাওয়াত করে যা আমি নামাযরত অবস্থায় শুনতে পাই। কিন্তু আমি সিজদা না করে নামায শেষ করি। জানার বিষয় হল, উক্ত আয়াতে সিজদা শ্রবণ করার কারণে আমার উপর কি সিজদা ওয়াজিব হয়েছে? ওয়াজিব হলে কখন আদায় করব। নামাযের মধ্যে আদায় করা কি কর্তব্য ছিল?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনি নামাযের মধ্যে ঐ সিজদা না করে ঠিকই করেছেন। নামাযরত অবস্থায় অন্য ব্যক্তি থেকে আয়াতে সিজদা শুনলেও সিজদা ওয়াজিব হয়। তবে তা আদায় করতে হয় নামাযের পর। নামাযের মধ্যে আদায় করা যায় না। কেউ আদায় করলেও তা আদায় হবে না। সিজদাটি পরবর্তীতে আদায় করে নিতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২০৬
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৩৩
  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৫০০
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১২১
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৩
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৮৫
  • হাশিয়া তহতাবী আলাদ্দুর, খন্ড: , পৃষ্ঠা: ৩২৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১