কসর নামাযের কাযা আদায়

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

যদি সফর অবস্থায় কারো নামায কাযা হয়, মুকীম অবস্থায় কাযা আদায় করতে কসর পড়তে হবে, না পূর্ণ নামায পড়তে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সফর অবস্থায় ছুটে যাওয়া নামায মুকীম অবস্থায় কাযা পড়ার সময় কসর পড়তে হবে, পূর্ণ নামায পড়া যাবে না। তেমনিভাবে মুকীম অবস্থায় ছুটে যাওয়া নামায সফরে আদায় করলে পূর্ণ নামায পড়তে হবে। সার কথা হল- যে ধরণের নামায কাযা হয়েছে পরবর্তীতে সে নামাযই আদায় করতে হবে। চাই মুকীম, মুসাফির যে অবস্থায়ই আদায় করুক না কেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪৫২
  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৩৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১