জামানত পরিবর্তন

মাসিক আল কাউসারআকীদা৫ এপ্রিল, ২১

প্রশ্ন

জনৈক ব্যক্তি এক আর্থিক প্রতিষ্ঠানে এক লক্ষ টাকা মূল্যের একটি জমি জামানত রেখে দুই লক্ষ টাকা ঋণ নিয়েছিল। এখন সে জমিটি বিক্রি করতে চাচ্ছে এবং তার পরিবর্তে এক লক্ষ টাকার স্বর্ণালংকার জামানত রাখতে চাচ্ছে। তার জন্য শরীয়তে এই সুযোগ আছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, উক্ত প্রতিষ্ঠান মেনে নিলে জমির পরিবর্তে স্বর্ণালংকার জামানত রাখতে পারবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হেদায়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৫৭
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২৪৬
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৫২৪
  • জামেউর রুমুয, খন্ড: , পৃষ্ঠা: ১৯৩
  • মাজাল্লাহ, পৃষ্ঠা: ৭১২
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৬২
  • মাজমাউল আনহুর, খন্ড: , পৃষ্ঠা: ২৯৪
  • শরহুল মাজাল্লাহ, খন্ড: , পৃষ্ঠা: ১৮৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১