পুরুষদের জন্য স্বর্ণ-রূপার অলঙ্কার পরিধান করে নামায আদায়

ইসলামী জিন্দেগীসভ্যতা ও সংস্কৃতি২৩ ফেব, ২১

প্রশ্ন

স্বর্ণালঙ্কার মহিলাদের পোষাকতুল্য। কিন্তু বর্তমানে দেখা যায় অনেক পুরুষ স্বর্ণের চেইন, স্বর্ণের আংটি, রূপার চেইন ইত্যাদি পরিধান করে থাকে। আবার অনেকে এগুলো পরে নামাযও আদায় করে থাকে, সুতরাং প্রশ্ন হচ্ছে, এসব অলঙ্কারাদি পরিহিত অবস্থায় নামায আদায় করলে নামায সহীহ হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

স্বর্ণ বা রূপার চেইন, আংটি বা অন্য যে কোন অলঙ্কার পরিধান করা পুরুষের জন্য সম্পূর্ণ হারাম ও কবীরা গুণাহ্। এরূপ হারাম বস্তু অথবা অন্য কোন হারাম পোষাক পরিধান করে নামায আদায় করা আরো মারাত্মক অপরাধ ও গুণাহ্। এ অবস্থায় নামায আদায় করলে যদিও তা আদায় হবে, কিন্তু উক্ত কবীরা গুণাহে্ লিপ্ত থেকে নামায আদায়ের দরুন তা মাকরূহে তাহরীমী হবে। মাসআলা না জেনে এগুলো পড়ে থাকলে মাসআলা জানার পর অবশ্যই এগুলো খুলে ফেলা জরুরী এবং নামাযে তা পরে থাকা নিষেধ। তাই নামাযের সময় অবশ্যই এগুলো খুলে পকেটে রাখতে হবে। এগুলো পরে থাকা অবস্থায় নামায পড়লে মাকরূহ তাহরীমী হবে ও মারাত্মক গুনাহ্ হবে। পুরুষরা এসব অলঙ্কার নামাযে তো পরবেই না এমনকি নামাযের বাইরেও পরবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • তিরমিযী শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ৩০২
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪০৪
  • ফাতাওয়ায়ে দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ১৩৪
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪১৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১