আখেরী যুহর পড়া

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

আখেরী যুহর নামায পড়তে হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আখেরী যুহর নামে জুম‘আর পর যে চার রাকা‘আত নামায কেউ কেউ পড়ে। যে সব শহরে বা বড় গ্রামে জুম‘আ পড়া ফরয, সেখানে আখেরী যুহর পড়ার কোন অবকাশ নেই। অবশ্য কেউ যদি এমন কোন স্থানে পৌঁছে, যেখানে জুম‘আ সহীহ হয় কি-না তা সন্দেহজনক, সেখানে যদি লোকেরা জুম‘আ পড়ে, তাহলে আগন্তুক ব্যক্তির জন্য জুম‘আর পর ৪ রাকা‘আত ইহতিয়াতুয যুহর বা আখেরী যুহর পড়া উচিত।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৩৭
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৪০
  • আল বাহরুর রায়িক, খন্ড: , পৃষ্ঠা: ১৩৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১