নিঃশব্দ কিরা‘আতের স্থলে স্বশব্দে আর স্বশব্দের স্থলে নিঃশব্দে কিরা‘আত পড়া

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

যুহর এবং আসরের নামাযে ইমাম সাহেব সাহেব যদি শুধু আলহামদু জোরে পড়ে তাহলে কি সাহু সিজদাহ্ ওয়াজিব হবে?

মাগরিব বা ইশায় ইমাম সাহেব আস্তে আস্তে সূরা ফাতিহা পড়ে ফেলেছেন। এখন মনে হলে যে পর্যন্ত পড়া হয়েছে সেখান থেকে জোরে পড়বে? না কি শুরু থেকে পড়বে? এবং সাহু সিজদা কি ওয়াজিব হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কোন ব্যক্তি আস্তে কিরা‘আতওয়ালা নামাযে যদি এ পরিমাণ কিরা‘আত জোরে পড়ে, যার দ্বারা কিরা‘আত ফরজ আদায় হয়ে যায় অর্থাৎ কমপক্ষে ছোট ছোট তিন আয়াত বা ৩০ (ত্রিশ) হরফ। তেমনি ভাবে জোরে কিরা‘আতের জায়গায় এতটুকু পরিমাণ আস্তে পড়লে সিজদায় সাহু ওয়াজিব হবে, অন্যথায় হবে না।

যুহর এবং আসরের নামাযে শুধু আলহামদু শব্দটি যদি কেউ জোরে পড়ে তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না।

আর আস্তের জায়গায় জোরে পড়তে থাকলে মনে হওয়ার পর যতটুকু জোরে পড়েছে এরপর থেকে আস্তে পড়বে।

তেমনিভাবে কিরা‘আত জোরের জায়গায় আস্তে পড়তে থাকলে সেখানে মনে পড়বে সেখান থেকে জোরে পড়বে একেবারে শুরু থেকে পড়বে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বুখারী শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ১০৭
  • আদদুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৮১
  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ১২৮
  • আল বাহরূর রায়িক, খন্ড: , পৃষ্ঠা: ৯৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১