ভুলে কাযা নামায না পড়ে ওয়াক্তিয়া পড়লে

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

কোন ব্যক্তির ফযরের নামায কাযা হয়েছে। তার স্মরণ না থাকায় যুহরের নামায পড়েছে। এখন তার ঐ নামায হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ভুলে ফজরেরে নামাযের কথা স্মরণ না থাকাবস্থায় যুহরের নামায আদায় করে নিলে, যোহরের নামায সহীহ হয়ে যাবে। তবে যদি ইচ্ছাকৃতভাবে প্রথমে যুহরের নামায আদায় করে, তারপর ফজরের নামায কাযা পড়ে, তবে তার যুহরের নামায সহীহ হবে না। দ্বিতীয়বার পড়া জরুরী। তবে যদি কোন কারণে ছয় ওয়াক্ত নামায কাযা হয়ে থাকে, তবে উপস্থিত নামায আদায় করার পর কাযা নামাযগুলো আদায় করতে অসুবিধা নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়ুস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ১৩২
  • ফাতাওয়ায়ে দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৩২৭
  • মিশকাত শরীফ, পৃষ্ঠা: ৬৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১