আরাফাতের ময়দানে যুহর ও আসর নামায পড়ার নিয়ম

ইসলামী জিন্দেগীহজ্জ২০ ফেব, ২১

প্রশ্ন

আরাফাতের ময়দানে যুহর এবং আসর নামায পড়ার নিয়ম কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আরাফাতের ময়দানে যদি মসজিদে নামিরাতে ইমাম সাহেবের সাথে নামায পড়ার সুযোগ পাওয়া যায় এবং একথাও জানা যায় যে, ইমাম মুসাফির, তাহলে যুহরের ওয়াক্ত যুহর ও আসর একত্র পড়বে। আর যদি ইমাম মুকীম হওয়া সত্ত্বেও কসর করে তাহলে হানাফীগন তার ইক্তেদা করবে না। সেক্ষেত্রে বা অন্য কোন কারণে যদি ইমামের সাথে পড়ার সুযোগ না হয়, তাহলে মুসাফির হাজীগণ নিজ নিজ তাবুতে বা স্থানে যুহরের ওয়াক্তে যুহর ও আসরের ওয়াক্তে আসর কছর (দুই রাকা‘আত করে) পড়ে নিবে। তারপর দাঁড়িয়ে উকূফে আরাফা আদায় করবে, কষ্ট হয়ে গেলে তখন বসে উকূফ করবে। উল্লেখ্য, অনেক খিমায় আসরের ওয়াক্ত হওয়ার পূর্বে আসারের আযান দিয়ে থাকে ঐ আযান শুনে আসর পড়বে না। হানাফী মাযহাব অনুযায়ী আসরের ওয়াক্ত হওয়ার পর আযান দিয়ে নামায পড়বে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৫০৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২০ ফেব, ২১