জুমা না পেলে যোহরের নামায জামাত করে পড়া

মাসিক আল কাউসারনামায৫ এপ্রিল, ২১

প্রশ্ন

মোমেনশাহীর দুই ব্যক্তি ঢাকায় চাকরি করেন। তারা শুক্রবার সকাল ১১ টায় মোমেনশাহীর উদ্দেশে রওনা হয়েছিল। রাস্তায় জুমআর নামায পড়তে পারেননি। বেলা ৩টায় বাড়ি পৌঁছে দু’জন মিলে জামাতের সাথে যোহরের নামায আদায় করেছেন। প্রশ্ন হল, তাদের জন্য জামাতের সাথে যোহরের নামায পড়া ঠিক হয়েছে নাকি একাকী পড়া উচিত ছিল? জানালে খুশি হব।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

তাদের যোহরের নামায আদায় হয়েছে। তবে তাদের জন্য যোহরের নামায একাকী পড়া উত্তম ছিল। কারণ জুমার জামাত না পেলে যোহর একাকী আদায় করা উত্তম।

- والله اعلم باالصواب -

সূত্র

  • কিতাবুল আসল, খন্ড: , পৃষ্ঠা: ৩৬৫
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৪৭৩
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৫৪
  • হাশিয়াতুত তহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ২৮৪
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ১৫৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১