হিজড়ার কাফন-দাফন

ইসলামী জিন্দেগীবিবিধ২২ ফেব, ২১

প্রশ্ন

এমন কোন লোক যে, পুরুষও নয়, মহিলাও নয়। সে মারা গেলে তার কাফনে কয়টা কাপড় লাগবে এবং কোন নিয়মে তাকে কাফন-দাফন করতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যে ব্যক্তি পুরুষও নয়, মহিলাও নয় এমন ব্যক্তি মারা গেলে, মহিলাদের কাফনের জন্য যেমন পাঁচটি কাপড় লাগে, তেমনিভাবে তার কাফনের জন্যও পাঁচটি কাপড় লাগবে। এমনিভাবে মহিলাদের যে তারতীবে কাফন-দাফন করা হয়, তাদেরকেও সেই তারতীবে কাফন-দাফন করতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ২০২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১