জানাযা ও দাফনে শরী‘আত গর্হিত কাজ

ইসলামী জিন্দেগীমৃত্যু ও আনুষঙ্গিক২২ ফেব, ২১

প্রশ্ন

জানাযা ও দাফনের সময় শরী‘আত বিরোধী কাজগুলো কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জানাযার মুনকারাত। মৃত্যুর পর দাফনের পূর্বের মুনকারাত বা গর্হিত কাজঃ

১. মৃত ব্যক্তির জন্য স্বশব্দে কান্নাকাটি করা।

২. গোসলের পূর্বে মুর্দার পাশে তিলাওয়াত করা।

৩. দাফনে দেরী করা (আত্মীয়-স্বজন ইত্যাদির আগমনের লক্ষ্যে)।

৪. কাফনে আহাদনামা, আয়াত, দু‘আ, কালাম ইত্যাদি লিখা।

৫. জানাযায় লোক বেশীর আশায় জুম‘আ বা জামা‘আতের জন্য বিলম্ব করা।

৬. মৃত ব্যক্তির লাশ দাফনের উদ্দেশ্যে দূরে নিয়ে যাওয়া।

৭. কাফন পরানোর পর মুখ দেখানো। তিনি কেমন ছিলেন? জিজ্ঞাসা করে ভাল হবার সাক্ষ্য আদায় করা।

৮. একাধিকবার নামাযে জানাযা পড়া।

৯. মৃতের ছবি নেয়া, বিভিন্ন পত্র পত্রিকায় তা প্রকাশ করা।

১০. গায়েবানা নামাযে জানাযা পড়া।

দাফন কালের ও পরবর্তীর মুনকারাতঃ

১১. মৃতকে কবরে বসানো হবে এ বিশ্বাসে অনেক উপরে বাঁশ দিয়ে তারপর মাটি দেয়া।

১২. সিনা কিবলামুখী না করে শুধু চেহারা কিবলার দিকে ঘুরিয়ে রাখা।

১৩. জানাযার পর উপস্থিত ব্যক্তিদেরকে যিয়াফাত করা।

১৪. ৩/৫/৭/৪০ ইত্যাদি কোন নির্দিষ্ট দিনকে দান খাইরাতের জন্য ঠিক করা।

১৫. নাবালেগের অংশ বন্টন না করে, ত্যায্য সম্পত্তি হতে নিজেরা খাওয়া, দাওয়াত খাওয়ানো ১৬. ঈসালে সাওয়াবে যা দান করা হয় তাই পৌঁছে এ জন্য বাচ্চাদের ঈসালে সাওয়াবে দুধ, শুহাদায়ে কারবালার জন্য শরবত ইত্যাদি দান করা।

১৭. মুর্দার সাওয়াব রেসানীর উদ্দেশ্যে টাকা-পয়সার বিনিময়ে কুরআন শরীফ খতম করানো। শোকসভা ও মৃত্যু বার্ষিকী ইত্যাদি পালন করা।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৯২
  • আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ১৬৪
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ২৬৫
  • ফাতাওয়া রাহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১১০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১