মায়্যেতকে দাফন করার পর তার কবরে কিছু সরিষা দানা ছিটানো চার কোণে বিভিন্ন সুরা পাঠ করা

মাসিক আল কাউসারমৃত্যু ও আনুষঙ্গিক১৫ ডিসেম্বর, ২৩

প্রশ্ন

আমাদের গ্রামে প্রচলিত আছে যে, কোন মায়্যেতকে দাফন করার পর তার কবরের উপর কিছু সরিষার দানা ছিটিয়ে দেয় এবং খেজুর গাছের পাতা ১/২ হাত লম্বা করে কেটে কবরের চার কোণে চারটা এবং কবরের মাঝে একটা গেড়ে দেয় এবং এক একটা গাড়ার সময় সূরা কাফিরূন, ইখলাস, ফালাক্ব, নাস ও আয়াতুল কুরসি এগুলোর একটি করে পাঠ করে।

মহোদয়ের নিকট আমার জানার বিষয় হল, উপরোক্ত কাজ করা কি বৈধ? যদি না হয় তাহলে এর দ্বারা কি কোনো সমস্যা হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

দাফনের পর কবরের উপর সরিষা ছিটিয়ে দেয়া এবং গাছের ডাল পুঁতে দেয়ার প্রশ্নোক্ত বিশেষ পদ্ধতি অর্থাৎ কবরের চার কোণে চারটি ও মাঝখানে একটি আবার প্রতিটি গেড়ে দেয়ার সময় নির্ধারিত আয়াত বা সূরা পড়া এ সবগুলোই ভিত্তিহীন মনগড়া কাজ; যা বিদআতের অন্তর্ভুক্ত। মায়্যেতের কাফন, দাফন এবং ততপরবর্তী করণীয় বিষয়গুলো শরীয়ত কর্তৃক নির্ধারিত রয়েছে। এক্ষেত্রে নিজ থেকে কোনো কিছু যোগ করার সুযোগ নেই। মুসলমানদের এহেন কাজ থেকে বিরত থাকা আবশ্যক।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ১০২
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৯৬
  • কেফায়াতুল মুফতী, খন্ড: , পৃষ্ঠা: ৪৯০
  • হাদীস, হাদীস নং: ২,৬৯৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৫ ডিসেম্বর, ২৩