১০ই যিলহজ্জ বা ১১ই যিলহজ্জ কুরবানী এবং মাথা না মুণ্ডিয়ে শুধু বড় শয়তানকে পাথর মেরে তাওয়াফে যিয়ারত করা জায়িয কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হজ্জে তামাত্তু ও হজ্জে কিরানে তিনটি বস্তুর মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা ওয়াজিব। অর্থাৎ প্রথম পাথর মারা, এরপর কুরবানী, অতঃপর চুল খাট করা বা মাথা মুণ্ডানো। আর এ কাজগুলোর পরে তাওয়াফে যিয়ারত করা সুন্নাত। আর যদি কোন ব্যক্তি এ কাজগুলোর পূর্বে তাওয়াফে যিয়ারত করে নেয় তাহলে দম ওয়াজিব হবে না। বরং সুন্নাতের খিলাফ হবে।
- والله اعلم باالصواب -