মিনায় কুরবানী না করে তার মূল্য দেশে পাঠিয়ে কুরবানী করা

ইসলামী জিন্দেগীকুরবানী ও আকিকা২৩ ফেব, ২১

প্রশ্ন

হজ্জ করা অবস্থায় যদি আমরা হজ্জের কুরবানী এখানে না দিয়ে দেশে হজ্জের পূর্বে টাকা পাঠিয়ে আমাদের নামে কুরবানী দিতে বলি, তা হলে আমাদের কুরবানী ও হজ্জ আদায় হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনার মীকাতের মধ্যে অবস্থান করার কারণে আপনাদের ‘হজ্জে ইফরাদ’ করতে হবে। আর হজ্জে ইফরাদ পালনকারীদের উপর কুরবানী করা জরুরী নয়। নফল হিসেবে কুরবানী করতে পারে। তবে আপনার কুরবানী করার ইখতিয়ার থাকবে। তবে ধনীদের উপর যে কুরবানী ওয়াজিব, তার জন্য মুকীম হওয়া শর্ত। হজ্জের সফরে মুসাফির হলে ঐ কুরবানী ওয়াজিব হবে না। করলে তা নফল হবে। আর মুকীম হয়ে গেলে, ঐ কুরবানী করতে হবে। তখন সেই কুরবানী সেখানেও করতে পারেন বা দেশের বাড়ীতে করার জন্য বলতে পারেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩১৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১