হারাম টাকা উপার্জনকারীর সাথে কুরবানী দেয়ার হুকুম কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসকুরবানী ও আকিকা১১ মে, ২১

প্রশ্ন

যে ব্যক্তির সম্পদে হারামের মিশ্রণ আছে তার সাথে অংশীদার হয়ে কুরবানী দেয়া জায়েজ হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যদি সুনিশ্চিতভাবে তার হালাল উপার্যনের ব্যপারে জানা থাকে তাহলে স্বাভাবিকভাবে তার সাথে কুরবানীতে শরীক হতে কোন সমস্যা নেই। তবে যদি একথা জানা যায় যে, তিনি হারাম টাকা দিয়েই কুরবানী দিচ্ছেন। কিংবা কুরবানী করার দ্বারা তার আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নয়, বরং গোস্ত খাওয়া, বা মানুষকে দেখানো উদ্দেশ্য হয়, তাহলে নিয়ত খারাপ থাকার কারণে তার সাথে কুরবানী করা জায়েজ হবে না। এরকম ব্যক্তির সাথে কুরবানীতে শরীক হলে উক্ত পশুতে শরীক সবার কুরবানী বাতিল হয়ে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৪৭২
  • ফাতওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪৭২
  • ফাতওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৫৪
  • মিনহাতুল খালেক আলাল বাহরির রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩২৫
  • খানিয়া আলা হামিশিল হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৯
  • ফাতওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৪০৪
  • ফাতওয়া আল ওয়াল ওয়ালিজিয়্যাহ, খন্ড: , পৃষ্ঠা: ৭৫
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৪৮৪
  • খুলাসাতুল ফাতওয়া, পৃষ্ঠা: ৪১৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১১ মে, ২১