হাজীদের জন্য কুরবানী করার নিয়ম

ইসলামী জিন্দেগীকুরবানী ও আকিকা২২ ফেব, ২১

প্রশ্ন

হজ্জ পালনরত অবস্থায় হাজীদের কুরবানীর বিধান কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হজ্জে তামাত্তু ও হজ্জে কিরান আদায়কারীদের জন্য ( অর্থাৎ যারা পৃথক পৃথক ইহরামে বা একই সফরে একই ইহরামে হজ্জ ও উমরাহ উভয়টি পালন করবেন) ১০ই যিলহজ্জ সূর্যোদয়ের পর শুধুমাত্র জামরায়ে ‘আকাবহ’ তথা বড় শয়তানকে কংকর নিক্ষেপের পর তাদের মাথা মুণ্ডানোর পূর্বেই কুরবানী করা ওয়াজিব। আর হজ্জে ইফরাদকারীর জন্য (অর্থাৎ যিনি হজ্জের সফরে উমরাহ ছাড়া শুধু হজ্জ করবেন তার) ১০ তারিখ রমীর পর কুরবানী করা মুস্তাহাব। মাথা মুণ্ডানোর পূর্বে হোক বা পরে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ৫৫৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১