নফল হজ্জ আদায়ের পর পুনরায় ফরয হজ্জ আদায়

ইসলামী জিন্দেগীহজ্জ২২ ফেব, ২১

প্রশ্ন

যদি কোন ব্যক্তির নিকট হজ্জ ফরয হওয়ার মত মাল না থাকে সে যদি লোন অথবা করজে হাসানা নিয়ে হজ্জ করে। পরবর্তীতে হজ্জ ফরয হওয়ার মাল এসে যায়, তখন কি পুনরায় হজ্জ করতে হবে। না-কি পূর্বেই হজ্জ দ্বারা ফরযের দায়িত্ব হতে রেহাই পাবে, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হজ্জ ফরয হওয়ার পূর্বে গরীব থাকা অবস্থায় যদি কেউ শুধু নফলের নিয়্যতে হজ্জ করে থাকে, তাহলে শুধু নফল হজ্জই আদায় হবে। পরবর্তীতে মালদার হওয়ার কারণে হজ্জ ফরয হলে পুনরায় হজ্জে ফরয আদায় করতে হবে। পূর্বের নফল হজ্জ দ্বারা পরের ফরয হজ্জের দায়িত্ব হতে রেহাই পাওয়া যাবে না। আর যদি নফলের নিয়্যত না করে এবং ফরযের নিয়্যতও না করে শুধু হজ্জের নিয়্যত করে অথবা ফরয হজ্জের নিয়্যত হজ্জ করে থাকে তাহলে এই হজ্জ পরবর্তী ফরয হজ্জের জন্য যথেষ্ট হবে। মালদার হওয়ার পর নতুন করে না করলেও চলবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ২৬২
  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৫৭
  • খাইরুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৬৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১