সেজদায় যমিন থেকে পা উঠলে করনীয়

মাসিক আল কাউসারনামায৪ জানু, ২১

প্রশ্ন

আজ যোহরের নামাযের পর এক মুরব্বী আমাকে ডেকে বললেন, সিজদায় তোমার পা জমিন থেকে উঠে যায়। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কেননা দুই পা জমিন থেকে উঠে গেলে তো নামাযই হবে না। বিষয়টি আমার পুরোপুরি বুঝে আসেনি। কেননা এ বিষয়ে আমি ভিন্ন মন্তব্যও শুনেছি। সঠিক মাসআলা দলীলসহ বিস্তারিত জানালে উপকৃত হব?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সিজদার শুরু থেকে শেষ পর্যন্ত দুই পা জমিনে রাখা সুন্নতে মুআক্কাদা। আর সিজদার অধিকাংশ সময় ওযর ছাড়া দুই পা বা কোনো এক পা জমিন থেকে পৃথক রাখা মাকরূহে তাহরীমী। অবশ্য পা যদি অল্প সময়ের জন্যও জমিনে রাখে তাহলে নামায আদায় হয়ে যাবে। কিন্তু পুরো সিজদার মধ্যে কোনো পায়ের সামান্য অংশও যদি একেবারেই জমিনে না লাগে তাহলে নামায হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, হাদীস, পৃষ্ঠা: ৮১০
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ১২৩
  • আততাজনীস ওয়াল মাযীদ, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৪
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৫
  • আলবেনায়া শরহুল হেদায়া, খন্ড: , পৃষ্ঠা: ২৭৫
  • হালবাতুল মুজাল্লী, খন্ড: , পৃষ্ঠা: ৭১
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩১৮
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৭
  • শরহুল মুনইয়া, পৃষ্ঠা: ২৪৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৪ জানু, ২১