সিজদা করার সঠিক নিয়ম

মাসিক আল কাউসারনামায১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

আমি নামাযে সিজদায় যাওয়ার সময় প্রথমে হাত এরপর হাটু রাখি। এরপর ইমাম সাহেবের কাছে শুনেছি যে, সিজদায় প্রথমে হাটু এরপর হাত রাখতে হবে। এখন জানতে চাচ্ছি, এর মধ্যে কোন মতটি সঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইমাম সাহেবের কথাই সঠিক। সিজদায় যাওয়ার সময় নিয়ম হল, জমিনে প্রথমে হাটু রাখা এরপর হাত রাখা। হাদীস শরীফে আছে, হযরত ওয়াইল ইবনে হুজর e বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদায় যাওয়ার সময় হাতের পূর্বে হাটু রাখতে এবং সিজদা থেকে উঠার সময় হাটুর পূর্বে হাত জমিন থেকে উঠাতে দেখেছি। -সুনানে আবু দাউদ ১/১২২

অবশ্য বৃদ্ধ বা মাজুর যাদের এভাবে সিজদা করতে কষ্ট হয় তারা চাইলে জমিনে আগে হাত রাখতে পারবেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • জামে তিরমিযী, খন্ড: , পৃষ্ঠা: ৩৬
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৪৯১
  • শরহুল মুনইয়া, পৃষ্ঠা: ৩২১
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৭২
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩০২
  • মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং: ২,৭১৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১