সিজদারত অবস্থায় দুই পা মাটি থেকে উঠে গেলে নামাজ সহীহ হবে কি না।

ফতোয়া আর্কাইভনামায১০ অক্টোবর, ২১

প্রশ্ন

সিজদারত অবস্থায় দুই পা মাটি থেকে উঠে গেলে নামাজ সহীহ হবে কি না??

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সিজদার পুরো সময় দুই পায়ের কোনো অংশ কিছু সময়ের জন্যও যদি যমিনে লেগে না থাকে তাহলে সিজদা হবে না। কিন্তু যদি সিজদার সময় কোনো এক পা অল্প সময়ের জন্য মাটিতে লাগানো থাকে তাহলে সিজদা সহীহ হয়ে যাবে এবং নামাযও হয়ে যাবে। তবে সিজদা অবস্থায় উভয় পা যমিনে লাগিয়ে রাখা সুন্নতে মুআক্কাদা। তাই খেয়াল রাখতে হবে যেন সিজদার সময় উভয় পা যমিনে লেগে থাকে এবং আঙ্গুলগুলো কিবলামুখী থাকে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৫
  • ফাতাওয়ায়ে খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১২০
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ২৬৫

আনুষঙ্গিক তথ্য

লিখা: আঃরহমান আব্দে রাব্বি

ফতোয়া প্রদানের তারিখ: ১০ অক্টোবর, ২১