সূর্যোদয়ের আগে ফজরের নামায ছাড়া অন্য নামায

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

ফজরের আযানের পর থেকে সূর্য উদয় পর্যন্ত ফজরের চার রাকা‘আত নামায ব্যতীত অন্য কোন নামায যেমন উমরী কাযা, দুখুলুল মাসজিদ ও নফল নামায পড়া যাবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হানাফী মাযহাব অনুযায়ী সুবহে সাদিকের পর সূর্য উঠার আগ পর্যন্ত সময়ের মধ্যে উক্ত দিনের ফজরের ফরয ও সুন্নাত নামায ব্যতীত অন্য কোন নফল নামায পড়া জায়িয নয়। তাবে কাযা নামায পড়া জায়িয। তাও মসজিদে না পড়ে বাড়ীতে পড়ে নেওয়াই উত্তম।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৮৪
  • কিফায়াতুল মুফতী, খন্ড: , পৃষ্ঠা: ২৬
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৬৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১