সূর্যোদয়ের মুহূর্তে নামায

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

ক. আমরা জানি যে, পূর্বাকাশে সূর্য উকি দেয়া মাত্রই নামায পড়া নিষিদ্ধ। সুতরাং ক্যালেন্ডারে উল্লেখিত সময় অনুযায়ী নামায শেষ করলে নামায শুদ্ধ হবে কি না এর পূর্বেই নমায শেষ করতে হবে?

খ. এমনিভাবে সাহারীর শেষ ও ফজরের শুরুর সময় নামায পড়লে উক্ত নামায আদায় হবে কি? সুবহে সাদিকের পরে কোন নফল নামায পড়া জায়িয হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ক. সূর্যোদয় আরম্ভ হওয়ার পূর্বে ফজরের নামায শেষ করলে নামায সহীহ হবে। আর ক্যালেন্ডারের সময় সে হিসেবেই নির্ধারণ করা হয়েছে। সুতরাং ক্যালেন্ডারের সময় মত নামায শেষ করলে উক্ত নামায সহীহ হবে। তবে উত্তম হলো এ সময়ের কিছু পূর্বেই নামায শেষ করে ফেলা।

খ. যেসব ক্যালেন্ডারে ফজর শুরূ ও সাহরীর শেষ হওয়ার সময় একত্রে লেখা আছে সে হিসেবে ফজরের নামায পড়লে নামায সহীহ হবে না। কমপক্ষে এর ৬/৭ মিনিট পরে ফজরের আযান ‍দিতে হবে এবং ফজরের নামায পড়তে হবে। কেননা উক্ত ক্যালেন্ডার গুলোতে সাধারণতঃ সাহরীর ব্যপারে সতর্কতার জন্য সুবহে সাদিক শুরু হওয়ার ৩/৫ মিনিট পূর্বেই সাহরীর শেষ সময় নির্ধারণ করা হয়ে থাকে। অথচ প্রকৃতপক্ষে তখনোও ফজরের ওয়াক্ত শুরু হয় না। ফজরের ওয়াক্ত এর থেকে ৩/৫ মিনিট পরে শুরু হয়। উল্লেখ্য যে, সুবহে সাদিক উদিত হওয়ার পর ফজরের সুন্নাত ও ফরয আর কাযা নামায ছাড়া অন্য নামায জায়িয নয়। তবে যদি কেউ শেষ রাতে নফল নামায শুরু করে থাকে এবং ইতিমধ্যেই সুবহে সাদিক উদিত হয়ে যায়, তাহলে তার এ নামায শেষ করা উচিত এবং এ নামায নফল নামায বলেই গণ্য হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৩০
  • রদদুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৮১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১