অন্যকে দিয়ে রমী করানো ও সূর্যোদয়ের পূর্বে বা সূর্য ডোবার পরে রমী করা

ইসলামী জিন্দেগীহজ্জ১৯ ফেব, ২১

প্রশ্ন

১০ই যিলহজ্জ ভীড়ের কারণে যদি কেউ নিজে রমীয়ে জিমার না করে অন্যের দ্বারা করিয়ে নেয় বা সূর্যোদয়ের পূর্বেই রমীয়ে জিমার করে ফেলে বা কোন পুরুষ ১০ তারিখ সূর্য ডুবার পর রমী অথবা দূরে থেকে করে চলে যায়, তাহলে তার রমী আদায় হবে কি-না? বিশেষ করে মহিলা বা বয়স্কদের ক্ষেত্রে এ ধরনের কোন সুযোগ আছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

দাঁড়িয়ে নামায পড়ার মত শক্তি থাকলে এবং রমীর স্থানে পৌঁছা সম্ভব হলে, টাকা-পয়সার বিনিময়ে বা বিনিময় ছাড়া রমীর বদলী করানো চলবে না। আর যদি এতটুকু শক্তিও না থাকে, তাহলে সেক্ষেত্রে অন্যাকে দিয়ে করালে আদায় হয়ে যাবে। এ বিয়ষ পুরুষ, মহিলা বা বয়স্কদের ব্যাপারে কোন পার্থক্য নেই।

১০ই যিলহজ্জ সূর্যোদয়ের পূর্বে এবং সেদিন সূর্যাস্তের পর হতে পরদিন সুবহে সাদিক পর্যন্ত সুস্থ পুরুষদের জন্য রমী করা মাকরূহ। কিন্তু বৃদ্ধা বা অসুস্থ অথবা মেয়েলোকদের জন্য ১০ তারিখ সুবেহ সাদিকের পর সূর্যোদয়ের পূর্বে বা সূর্যাস্তের পর সুবহে সাদিক পর্যন্ত রমী করা জায়িয আছে।

তেমনিভাবে প্রচন্ড ভীড়ের কারণে যদি জানের আশংকা দেখা দেয়, তাহলে সুস্থ পুরুষদের জন্যও সূর্য ডুবার পর রমী করা জায়িয আছে।

সর্বাবস্থায় রমীর স্থলে নির্মিত স্তম্ভের গণ্ডির মধ্যে কংকর নিক্ষেপ করতে হবে। পাথর যদি স্তম্ভের পার্শ্বের ঘেরাওকৃত দেয়ালের বাইরে পড়ে যায়. তাহলে রমী আদায় হবে না। অতএব, অনেক দূর থেকে কংকর নিক্ষেপ করে চলে গেলে আদায় না হওয়াই স্বাভাবিক।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদদুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৫১৩
  • মু‘আল্লিমুল হুজ্জাজ, পৃষ্ঠা: ১৬৮
  • الدر المختار, খন্ড: , পৃষ্ঠা: ৫১৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১