ফজরের নামায কাযা অবস্থায় যুহরের ইমামতী করা

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

কোন ব্যক্তির ফজরের নামায কাযা হয়ে গেলে, সে যুহরের নামাযে ইমামতী করতে পারবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কোন শরয়ী উযরের কারণে ফজরের নামায কাযা হযে গেলে এবং তা আদায় করে নিলে পরবর্তী নামাযের ইমামতী করতে কোন অসুবিধা নেই। কিন্তু যদি কাযা আদায় না করে থাকে এবং উক্ত ব্যক্তি সাহেবে তারতীব (যার যিম্মায় কোন কাযা নামায নেই অথবা ছয় ওয়াক্তের কম কাযা নামায রয়েছে) হয় এবং উক্ত কাযা নামাযের কথা স্মরণও থাকে, তাহলে তার জন্য কাযা আদায় করার পূর্বে পরবর্তী নামাযের ইমামতী করা জায়িয নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩০৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১