সালাতুল খাউফ পড়ার সহীহ পদ্ধতি

ইসলামী জিন্দেগীনামায১৯ ফেব, ২১

প্রশ্ন

বর্তমানে সালাতুল খাওফ পড়া সহীহ কি-না? যদি সহীহ হয় তবে তা আদায়ের পদ্ধতি কি? প্রমাণসহ জানতে ইচ্ছুক।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যদি নিশ্চিতভাবে বা প্রবল ধারণার ভিত্তিতে শত্রুর ভয় থাকে আর সকলে একই ইমামের পিছনে নামায পড়তে চায়, তাহলে সালাতুল খাওফ বর্তমানেও বৈধ হবে। সালাতুল খাওফ আদায়ের বিভিন্ন পদ্ধতি বেহেশতী যেওর কিতাবে দেখে নেয়া যেতে পারে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৫৪
  • আদ-দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১৮৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১