হাদীসের সালাতুত দুহা শব্দ দ্বারা কোন নামায উদ্দেশ্য

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসনামায১৬ মে, ২১

প্রশ্ন

ইশরাকের সালাতের দলীল জানালে উপকৃত হতাম। কিছু কিছু হাদীসে “সালাতুদ দোহা” এর কথা দেখেছি। এটা কি আমাদের এখানে চাশতের নামায হিসাবে পরিচিত? নাকি এটাই ইশরাকের নামায?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হাদীসে যে নামাযকে সালাতুত দুহা বলে আখ্যায়িত করা হয়েছে। সেটি আমাদের দেশে প্রচলিত ইশরাক নামায নামে। চাশতের নয়। বরং চাশতের নামায আরো পরে পড়তে হয়। ইশরাকের সময় হল সূর্য উদিত হবার ২২/২৩ মিনিট পর। আর চাশতের নামায পড়া হয় আরো কয়েক ঘন্টা পর।

عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «يُصْبِحُ عَلَى كُلِّ سُلَامَى مِنْ أَحَدِكُمْ صَدَقَةٌ، فَكُلُّ تَسْبِيحَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَحْمِيدَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَهْلِيلَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَكْبِيرَةٍ صَدَقَةٌ، وَأَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ، وَنَهْيٌ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ، وَيُجْزِئُ مِنْ ذَلِكَ رَكْعَتَانِ يَرْكَعُهُمَا مِنَ الضُّحَى • হযরত আবু জর গিফারী e থেকে বর্ণিত। রাসূল c ইরশাদ করেছেন। প্রতি সকালে তোমাদের শরীরের প্রতি জোড়ার উপর সদকা ওয়াজিব হয়। সুবহানাল্লাহ বলা সদকা, আলহামদুলিল্লাহ বলা সদকা। লা-ইলাহা ইল্লাল্লাহ বলা সদকা, আল্লাহু আকবার বলা সদকা, সৎ কাজের আদেশ দেয়া সদকা এবং অসৎ কাজ থেকে বিরত রাখাও সদকা। আর দুই রাকাআত ইশরাক নামায (সকল জোড়ার) সদকা আদায়ের পক্ষে যথেষ্ট। -সহীহ মুসলিম-১/২৫০

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৬ মে, ২১