সানী আযান দেয়ার জায়গা

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

আমাদের এলাকার এক শ্রেণীর লোক বলে যে, জুম‘আর নামাযের সানী আযান মসজিদের ভেতরে ইমামের সামনে দাঁড়িয়ে দিতে হবে। অন্য এক শ্রেণীর লোক বলে যে, মসজিদের বাহিরে দরজার পার্শ্বে দাঁড়িয়ে ‍দিতে হবে। এ ব্যাপারে শরী‘আতের রায় কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জুম‘আর নামাযের ২য় আযান ইমামের সামনে এমন স্থানে দিতে হবে-যেখানে দাঁড়ালে সকল মুসল্লীগণ আযান শুনতে পান। মুসল্লীগণের সংখ্যার দিকে লক্ষ্য করে প্রয়োজন অনুসারে আগে পিছে দাঁড়ানো যেতে পারে- যাতে করে সব মুসল্লী আযান শুনতে পায়। এক হাদীসে রয়েছে, হুযূর c -এর যুগে জুম‘আর আযান ইমামের সামনে দরজার কাছে দেয়া হতো। যার উপর ভিত্তি করে কিছু লোক মসজিদের বাহিরে সানী আযান দিতে বলেন। তাদের এ বক্তব্য যথোচিত নয়। কারণ-হাদীস বিশারদগণ উক্ত হাদীসের ব্যাখ্যায় বলেছেন যে, এই হাদীস দ্বারা উদ্দেশ্য হলো- আযান, নবী c –এর সামনে নিকটবর্তী স্থানেই দেয়া হতো। আর তখন যেহেতু মসজিদে নববী বেশী চওড়া ছিল না এবং মসজিদের মিম্বর বরাবর সামনের দিকে একটি দরজাও ছিল, সুতরাং নবী করীম c -এর সামনে আযান দিতে গেলে তা দরজায় কাছে দাঁড়িয়ে দিতে হতো। এভাবে ইমামের সামনে আযান দেয়াই সমস্ত উম্মতে মুহাম্মদীয়ার আমল হয়ে আসছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৬১
  • আবূ দাউদ শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ১৫৫
  • এলাউস্সুনান, খন্ড: , পৃষ্ঠা: ৭৬
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১২৭
  • ফাতাওয়া মাহমূদীয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৮
  • মাসায়েলে নামাযে জুম‘আ, পৃষ্ঠা: ১৫৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১