জুম‘আর সানী আযানের উৎপত্তি ও তার আদায়ের স্থান

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

জুম‘আর সানী আযান মসজিদের ভিতরে দাঁড়িয়ে দিতে হবে , না বাহিরে দাঁড়িয়ে? কখন থেকে এ আযানের প্রচলন আরম্ব হয়? তাছাড়া মসজিদের বাহিরে দাঁড়িয়ে এ আযান দেওয়া কোন ক্ষতি আছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জুম‘আর সানী আযান বলতে সেই আযানকে বুঝায়- যা খুৎবা পাঠ করার পূর্বে ইমামের সামনে দাঁড়িয়ে দেয়া হয়। এ আযানের সুন্নাত তরীকা হলো- মসজিদের ভিতরে খতীবের সামনে দাঁড়িয়ে দেয়া। এ আযান মসজিদের বাহিরে দাঁড়িয়ে দেয়ার অনুমতি নেই। এ আযানের প্রচলন শুরু হয় হুজুর c -এর যুগ থেকে।

হযরত ঊসমান e - এর যুগে দ্বীনী প্রয়োজনের ভিত্তিতে সাহাবায়ে কিরামের সর্বসম্মতিক্রমে তিনি উক্ত আযানের পূর্বে আরেকটি আযানের প্রচলন করেন। যা মসজিদের বাহিরে উঁচু জায়গায় দাঁড়িয়ে দেয়া হত। এরপর থেকে সে নিয়মই চলে আসছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৫৮
  • জালালাইন শরীফ, পৃষ্ঠা: ৪৬০
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১২৬
  • শরহুন্ নিক্বাংয়াহ, খন্ড: , পৃষ্ঠা: ২৯৭
  • হালবী কাবীর, পৃষ্ঠা: ৫৬১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১