জুমু‘আর সানী আযান বাইরে হবে না ভিতরে

ইসলামী জিন্দেগীমসজিদ-মাদ্রাসার বিধান২৪ ফেব, ২১

প্রশ্ন

জুমু‘আর সানী আযান প্রসঙ্গে অনেকে বলেন এই আযান বাইরে হবে। এ নিয়ে দেশের অনেক জায়গায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কুরআন ও হাদীসের আলোকে বিস্তারিত জানাবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রাসূলুল্লাহ c - এর যুগ থেকে দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক e -এর যুগ পর্যন্ত জুমু‘আর নামাযের জন্য অন্যান্য নামাযের ন্যায় একটি আযানের প্রচলন ছিল। অতঃপর হযরত উসমান e -এর খেলাফত কালে দ্বিতীয় আরেকটি আযান (যা বর্তমানে প্রথম আযান) মদীনার যাওরা নামক স্থানে দেওয়া হয়। উক্ত স্থানে এ আযান দেয়ার পর প্রথম যুগের আযানটি (যা বর্তমানে দ্বিতীয় আযান) মিম্বরের নিকট খতিবের সম্মুখে দেয়া শুরু করেন। হযরত উসমান e সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে এর প্রচলন করেছিলেন। সুতরাং এতে প্রমাণিত হয় জুমু‘আর নামাযের সানী আযান মিম্বরের নিকট খতিবের সম্মুখে দেয়া সাহাবায়ে কেরামের ইজমা দ্বারা প্রমাণিত।

আর যারা বলে জুমু‘আর সানী আযান মসজিদের বাইরে দিতে হবে তাদের এ দাবী বিভ্রান্তিকর, দলীল বিহীন, মনগড়া ও পরিত্যাজ্য।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ১৭১
  • আহকামুল কুরআন, ইবনুল আরাবী, খন্ড: , পৃষ্ঠা: ২৪৭
  • ফাতাওয়ায়ে আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ১৪৯
  • দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৮
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৯৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১