আজানের উত্তর আজানের পর দেওয়া যাবে কিনা

মাসিক আল কাউসারবিবিধ৪ জানু, ২১

প্রশ্ন

আমি মোবাইলে কথা বলছিলাম। এর মধ্যে আযান শুরু হয়ে যায়। কথা বলা শেষ না হওয়াতে আযানের জবাব দিতে পারিনি। প্রশ্ন হল, কোনো কাজে ব্যস্ত থাকার কারণে যদি আযান চলাকালীন আযানের জবাব দেয়ার সুযোগ না হয় তাহলে কি আযান শেষ হওয়ার পর জবাব দেওয়া যাবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, আযানের পর খুব বেশি বিলম্ব না হলে জবাব দেওয়ার অবকাশ আছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৬০
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৭
  • তুহফাতুল মুহতাজ, খন্ড: , পৃষ্ঠা: ১১০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৪ জানু, ২১