মুকীম অবস্থায় সুন্নাত কিরা‘আতের পরিমাণ কি?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
শর‘য়ী সফর বা কোন প্রতিবন্ধকতা বা উযর না থাকলে, মাসনূন কিরা‘আতের পরিমাণ নিরুরূপঃ
ফজর ও যুহরে ত্বিওয়ালে মুফাসসাল তথা সুরা ‘হুজুরাত’ হতে সূরা ‘বুরূজ’ পর্যন্ত। আসর ও ইশাতে আওসাতে মুফাসসাল তথা সূরা ‘ত্বারিক’ হতে সূরা ‘লাম-ইয়াকুন’ পর্যন্ত। মাগরিবে ক্বিসারে মুফাসসাল তথা সূরা ‘যিলযাল’ হতে সূরা নাস পর্যন্ত যে কোন সূরা পড়া সুন্নাত।
উল্লেখ্য, উক্ত সূরাগুলো এমনভাবে নির্দিষ্ট না করে নেয়া চাই যে, অন্যগুলো একেবারেই পড়ায় আসে না। বরং মাঝে মধ্যে উল্লেখিত পরিমাণ মাফিক কুরআন শরীফের অন্যান্য স্থান হতেও পড়া চাই। তবে নির্দিষ্ট ইমাম ব্যতীত অন্য কেউ নামায পড়ালে, সে উক্ত সূরাগুলোর যে কোনটি পড়বে।
- والله اعلم باالصواب -