মুসাফির ইমামের পিছনে মুকিমের অবশিষ্ট নামায আদায়

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

আমরা জানি যে, মুসাফির ইমামের পিছনে মুকীমের ইক্তিদা সর্বাবস্থায় জায়িয। ‍মুসাফির ইমাম চার রাকা‘আত বিশিষ্ট নামায দু’রাকা‘আত পড়ে উভয় দিকে সালাম ফিরানোর পর মুকীম মুক্তাদী আল্লাহু আকবার বলে দাঁড়াবে। এখন প্রশ্ন হলো, অবশিষ্ট দুই রাকা‘আত নামাযের ভিতর তার ক্বিরাআত পড়তে হবে কি-না? এবং মুসাফিরের জন্য সুন্নাতে মুআক্বাদাহ নামায পড়তে হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মুসাফির ইমাম যখন চার রাকা‘আত ওয়ালা নামাযের দুই রাকা‘আত নামায পড়ে উভয় ‍দিকে সালাম ফিরাবেন, তখন মুকীম মুক্তাদী দাঁড়িয়ে অবশিষ্ট দুই রাকা‘আত নামায সূরা ক্বিরাআত ব্যতীত আদায় করে নিবে। অর্থাৎ, সূরা ফাতিহা ও কেরাআত পড়তে যতটুকু সময় ব্যয় হয় ততটুকু সময় দাঁড়িয়ে বাকী দুই রাকা‘আত নামায রুকূ সিজদা করে শেষ করে নিবে। আর মুসাফির ব্যক্তি যদি নিরাপদ, নির্ভয়, সবল ও ক্লান্তিমুক্ত হন, তাহলে সুন্নাতে মুআক্কাদাহ পড়ে নেয়াটাই ভাল। আর যদি সুস্থির না হন, বরং তাড়াতাড়ি সফর শেষ করতে হবে এবং শত্রু ইত্যাতির আশংকা থাকে, তাহলে সুন্নাতে মুআক্কাদাহ ছেড়ে দিতে পারেন। তবে কতক ফুকাহায়ে কিরাম বলেছেন, তবুও যেন ফজরের সুন্নাত না ছাড়েন। কারণ, এর প্রতি হুযূর c অধিক গুরুত্ব দিয়েছেন। উল্লেখ্য সফরে জামা‘আত তরক করার উযর না পাওয়া গেলে, জামা‘আত তরক করবে না। কারণ, ‍শুধু সফর জামা‘আত তরকের জন্য কোন উযর নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৩৯
  • ফাতাওয়া দারূল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১