মুসাফির ইমামের পিছনে মুকীম মুক্তাদির নামায

মাসিক আল কাউসারনামায২ মার্চ, ২১

প্রশ্ন

যদি কোনো মুকীম ব্যক্তি চার রাকাতবিশিষ্ট ফরয নামাযে কোনো মুসাফির ইমামের পিছনে ইকতিদা করে তাহলে মুসাফির ইমামের নামায শেষ করার পর অবশিষ্ট রাকাতদ্বয়ে মুকীম মুকতাদীকে কেরাত পড়তে হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

চার রাকাতবিশিষ্ট ফরয নামযের শেষ দুই রাকাতে কারো জন্যই কেরাত নেই। মুসাফির ইমামের পেছনে মুকীম মুকতাদীর জন্যও একই হুকুম। তবে সে সূরা ফাতেহা পড়বে কি না এ বিষয়ে মতানৈক্য আছে। বিশুদ্ধ মত হল, এক্ষেত্রে মুকীম মুকতাদী শেষ দুই রাকাতে সূরা ফাতিহাও পড়বে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৪০৭
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩২
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২৭৭
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৩৫
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ১৩
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২০১
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৬৯
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২১৩
  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৫৪৩
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১২৯
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৪২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২ মার্চ, ২১