ফজরের সুন্নাত কাযা হয়ে গেলে

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

আমি নূরুল ঈযাহ কিতাবে পড়েছি- ফজরের ফরয নামাযের পূর্বে সুন্নাত নামায না পড়ে থাকলে আর পড়তে হয় না। কিন্তু বর্তমান সমাজে প্রচলন আছে- ফরয নামাযের পূর্বে সুন্নাত নামায না পড়তে পারলে সূর্য উদয় হলে সুন্নাত নামায পড়ে। আসলে সুন্নাত না পড়লে কোন গুনাহ বা অসুবিধা হয় কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ফজরের সুন্নাত অন্যান্য সুন্নাতের চেয়ে অধিক গুরুত্ব রাখে। তাই যদি জামা‘আত শুরু হয়ে যায় আর দ্বিতীয় রাকা‘আত পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তা আদায় করে নিতে হবে। ইমাম মুহাম্মদ i বলেছেন, যদি ফজরের ফরয নামাযের পূর্বে সুন্নাত পড়া সম্ভব না হয়, তাহলে সূর্য উদয় হওয়ার পর কাযা করে নিবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ১৫২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১