মায়্যিতের চেহারা দেখা ও দেখানো

ইসলামী জিন্দেগীবিবিধ২২ ফেব, ২১

প্রশ্ন

জানাযার নামাযের পরে মৃত ব্যক্তিকে দেখা জায়িয আছে কি-না? থাকলে, কোন কোন লোক দেখতে পারবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জানাযার নামাযের পূর্ব পর্যন্ত মাইয়্যিতের চেহারা দেখা ও দেখানো জায়িয। পুরুষদের চেহারা পুরুষগণ এবং তার স্ত্রী ও মাহরাম মহিলা আত্মীয়গণ দেখতে পারবে। মহিলাদের চেহারা মহিলাগণ এবং তার স্বামী ও মাহরাম পুরুষগণ দেখতে পারবে। এর ব্যক্তিক্রম করা জায়িয নয়। জানাযার পরে মুখ দেখার প্রথা নিষ্প্রয়োজন ও মাকরূহ। কারণ, এর দ্বারা দাফন করতে দেরী হয়। অথচ মাইয়্যিতকে তাড়াতাড়ি দাফন করার জন্য হাদীসে নির্দেশ এসেছে। দাফন করতে দেরী হবে বলে জানাযার পরে দু‘আও নিষেধ। তাহলে মুখ দেখা কিভাবে সমীচিন হবে?

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ২৩২
  • খুলাছাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২২৫
  • সিরাজিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৩
  • মারাকিউল ফালাহ, পৃষ্ঠা: ৩৫২
  • আহকামে মাইয়্যিত, পৃষ্ঠা: ২৩৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১