বিয়ের জন্য কনে দেখা

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবাহ-তালাক১২ মে, ২১

প্রশ্ন

বিয়ের জন্য মেয়ের সাথে দেখা করা জায়েজ কি না? জায়েজ হলে দেখা করার পদ্ধতি কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বিয়ের জন্য মেয়েকে দেখা জায়েজ কতিপয় শর্ত সাপেক্ষে। যথা-

১. মেয়ের মাহরাম কেউ উপস্থিত থাকা।

২. বেশি দেরী না করা।

৩. অযথা আলাপে নিমগ্ন না হওয়া।

৪. বিয়ে করার উদ্দেশ্যে দেখা।

৫. এক নজর দেখা।

তবে সবচে’উত্তম পদ্ধতি হল, পর্দার আড়াল থেকে দেখা। সামনে না যাওয়া। কারণ এভবে ঘটা করে এসে একাকি ছেলে ও মেয়ে দীর্ঘক্ষণ একসাথে বসে কথাবার্তা বলার দ্বারা গোনাহের দরজা খুলে যায়। বেলেল্লেপনা, অশ্লীলতা ও মেয়েদের অপমান করার অবস্থা তৈরী হয়।

আমাদের দেশে প্রচলিত কন্যা দেখা পদ্ধতি পুরোটাই শরিয়ত গর্হিত পদ্ধতি। যেভাবে মেয়েকে দেখা হয়, যেন বাজার থেকে গরু কিনতে যাওয়া হয়েছে। হাত, পা, চুল, হাটা-চলা, কথা-লেখা যেভাবে পরীক্ষা করা হয় তা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। এভাবে কন্যা দেখা শরীয়ত গর্হিত কর্ম হওয়ার সাথে সাথে মানবতার খেলাফও। এভাবে ঢাকঢোল পিটিয়ে একজন মেয়েকে দেখে আসার পর যখন পাত্রপক্ষ না করে দেয়, তখন একজন মেয়ের মানসিক অবস্থা কতটা ভেঙ্গে পরে, তা কেবল ভুক্তভোগীই বুঝতে পারে।

ইসলাম কনেকে দেখার অনুমতি প্রদান করেছে বলে এটিকে বাধ্য করে দেয়নি। কনেকে দেখতেই হবে বিয়ে করার জন্য এমন কোন বাধ্যবাধকতা নেই। তাই দূর থেকে খবর নিয়ে, বা না জানিয়ে লুকিয়ে দেখাই সর্বোত্তম পন্থা হবে বর্তমান ফিতনা রোখার জন্য। কিন্তু যদি বিয়ে করার ইচ্ছে না থাকে, এমনিতেই দেখতে যায়, তাহলে তা হারাম হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া মাহমুদিয়া, খন্ড: ১৬, পৃষ্ঠা: ৪৩
  • سنن ابن ماجه, হাদীস নং: ১,৮৬৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১২ মে, ২১