রাসূল c কে স্বপ্নে দেখা ও দেওয়ানবাগীর স্বপ্নের তাবীর

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসসিরাত ও ইতিহাস১১ মে, ২১

প্রশ্ন

নবীজী c কে যারা স্বপ্নে দেখেন, সবাই কি তার চেহারা মুবারকত এবং দৈহিক গঠন এক রকম দেখেন? আমি কিভাবে জানবো যে, আমি যাকে দেখলাম তিনি আমাদের নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যারা রাসূল c এর আকৃতি শয়তান ধারণ করতে পারে না। তাই স্বপ্নে রাসূল c দৃষ্টিগোচর হয়েছে মনে হলে, বুঝতে হবে রাসূল c কেই দেখছে। অন্য কাউকে নয়।

তবে কথা হল স্বপ্নে পরিদৃষ্ট রাসূল c এর আকৃতি ও অবস্থা সম্পর্কে। স্বপ্নে পরিদৃষ্ট আকৃতিও অবস্থান কি রাসূল c এর প্রকৃত আকৃতি ও অবস্থান? নাকি মিসালী তথা প্রতিচ্ছবিমূলক? ওলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে, স্বপ্নযোগে পরিদৃষ্ট রাসূল c এর চেহারার আকৃতি ও অবস্থান রাসূল c এর প্রকৃত চেহারা ও অবস্থান নয়। বরং এটি মিসালী তথা প্রতিচ্ছবিমূলক। তাই স্বপ্নে রাসূল c এর আকৃতি ও অবস্থান দেখে একথা বলা যাবে না যে, স্বপ্নে যেমন দেখেছে হুবহু সেটাই রাসূল c এর আসল ও প্রকৃত চেহারা ও আকৃতি। বরং সেটি ছিল একটি প্রতিচ্ছবিমূলক আকৃতি। তাই একাধিক ব্যক্তি রাসূল c এর আকৃতি ও অবস্থান একাধিক ধরণের দেখবে এতে আশ্চর্য হওয়ার কিছু নয়।

তবে যেহেতু শয়তান রাসূল c এর আকৃতি ধারণ করতে পারে না, তাই স্বপ্নে যদি ইয়াকিন হয় যে, পরিদৃষ্ট ব্যক্তি রাসূল c , তাহলে বিশ্বাস করে নিবে ব্যক্তি রাসূল c কেই দেখছে। তবে আকৃতিটা হুবহু রাসূল c এর হওয়া জরুরী নয়। আরেকটি বিষয় হল, স্বপ্নে রাসূল c কে তেমন দেখতে পাওয়া যায়, যেমন ব্যক্তির ঈমান ও আমলের অবস্থা হয়ে থাকে। যদি রাসূল c এর অবস্থা ভাল দেখে স্বপ্নে, তাহলে স্বপ্ন দেখাকারী ব্যক্তির ঈমান ও আমল ভাল হওয়ার দলীল এটা। আর যদি খারাপ অবস্থায় রাসূল c কে দেখে, তাহলে বুঝতে হবে যে দেখছে তার ঈমান বা আমলে সমস্যা আছে। যেমন দেওয়ানবাগী ভন্ড পীর স্বপ্নে দেখেছে যে, রাসূল c ময়লার ডাষ্টবিনে পড়ে আছেন (নাউজুবিল্লাহ)। -দেওয়ানবাগীর স্বরচিত গ্রন্থ “রাসূল স. সত্যিই কি গরীব ছিলেন?”, প্রকাশকালঃ জুন ১৯৯৯, পৃষ্ঠা ১১-১২ রাসূল c কে ময়লার ড্রেনে পড়ে থাকতে দেখার মানেই হল দেওয়ানবাগীর ঈমান ও আমলের অবস্থা এমন জঘন্য যে, ময়লার ড্রেনে পড়ে থাকার মত। তেমনি কেউ যদি রাসূল c কে সুন্দর অবয়বে দ্বীনী কাজ করতে দেখে, তাহলে বুঝতে হবে লোকটির ঈমানী কাজে আগ্রহ আছে। এক কথায় রাসূল c কে যে অবস্থায় পরিদৃষ্ট করবে স্বপ্নে, নিজের ঈমান ও আমলের হালাত তেমনি মনে করে নিবে। أن أبا هريرة قا: سمعت النبي صلى الله عليه و سلم يقول من رآني في المنام فسيراني في اليقظة ولا يتمثل الشيطان بي • হযতর আবূ হুরায়রা e বলেনঃ রাসূল c বলেছেনঃ যে ব্যক্তি আমাকে স্বপ্নযোগে দেখল, সে যেন আমাকে বাস্তবেই দেখল। কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • فتح الباري شرح صحيح البخاري, খন্ড: ১৪, পৃষ্ঠা: ৪১৫
  • مرقاة المفاتيح شرح مشكاة المصابيح, খন্ড: , পৃষ্ঠা: ৫৩৭
  • সহীহ বুখারী, হাদীস নং: ৬,৫৯২
  • সহীহ মুসলিম, হাদীস নং: ৬,০৫৬
  • সহীহ ইবনে হিব্বান, হাদীস নং: ৬,০৫২
  • সুনানে আবু দাউদ, হাদীস নং: ৫,০২৫
  • সুনানে দারেমী, হাদীস নং: ২,১৩৯
  • সুনানে ইবনে মাজাহ, হাদীস নং: ৩,৯০৫
  • সুনানে তিরমিজী, হাদীস নং: ২,২৭৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১১ মে, ২১