রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে স্বপ্নে দেখা

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসসিরাত ও ইতিহাস১৭ মে, ২১

প্রশ্ন

ফাসেক বা পাপী ব্যক্তি রাসূল c কে স্বপ্নে দেখতে পারে কিনা? উল্লেখ্য আমি একবার রাসূল c কে স্বপ্নে দেখেছিলাম উনার চেহারা মুবারাক দেখতে পাইনি কিন্তু বুঝছিলাম উনিই। উনি একজনের সাথে হেটে যাচ্ছিলেন। আমি উনার কাছে দৌড়িয়ে গিয়ে পৌছালে বললেন দেরি হল যে আস্তে? জবাবে আমি বলছিলাম একজন হিন্দু ব্যাক্তিকে দীনের দাওয়াত দেওয়াই দেরি হল। আমি স্বপ্নে এর আগে একজন হিন্দুকে দাওয়াত দিচ্ছিলাম। এখন কথা হল সেদিন আমি ঘুম থেকে উঠে ফজর পড়তে পারিনি। আমার সন্দেহ হচ্ছে এটা শয়তানের ওয়াসওয়াসা নয়ত যেন আমি ভাবি আমি ভালো আমলদার মানুষ। ব্যাখ্যা জানালে বাধিত হব?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনার স্বপ্নটি খুবই মুবারক স্বপ্ন। রাসূল c যে স্বপ্নে দেখে সে মূলত রাসূল c কেই দেখে থাকে। কারণ শয়তান রাসূল c এর আকৃতি ধারণ করতে পারে না। -সহীহ বুখারী, ২/১০৩৬ রাসূল c কে স্বপ্নে দেখার জন্য বুজুর্গ হওয়া, সুন্নাতের পাবন্দ হতে হবে এমন কোন শর্ত নেই। তাই আল্লাহ যাকে ইচ্ছে তাকেই রাসূল c কে স্বপ্নে দেখাতে পারেন। কারো জন্য সে দেখা বরকতময়। কারো জন্য সে দেখা বিপদজনক। যেমন কথিত আছে ভন্ড দেওয়ানবাগী নাকি রাসূল c কে স্বপ্নে দেখেছে। এই দেখা তার ভন্ডামী ও শিরকী আক্বিদা পরিবর্তন করতে পারেনি। বরং আরো বাড়িয়ে দিয়েছে। তাই স্বপ্নে রাসূল c কে দেখা ঐ ব্যক্তির জন্য কল্যানকর ও ভাল যার আক্বিদা সহীহ।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৭ মে, ২১