মাইয়্যিতের মুখ দেখা

ইসলামী জিন্দেগীমৃত্যু ও আনুষঙ্গিক২২ ফেব, ২১

প্রশ্ন

মাইয়্যিতকে কবরে রাখার পর মুখ দেখা জায়িয আছে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জানাযার নামায পড়ার পর থেকে আর মাইয়্যিতের চেহারা দেখানো উচিত নয়। হ্যাঁ, জানাযার নামায পড়ার আগে পর্যন্ত চেহারা দেখাতে পারে। তবে চেহারা দেখানোর জন্য মাইয়্যিতের কাফন-দাফনে দেরী করা জায়িয নয়। গোসল-কাফন ইত্যাদির প্রস্তুতির ফাঁকে চেহারা দেখিয়ে দিতে পারে। এর জন্য আলাদাভাবে সময় দেয়া অনুচিত। আল্লাহ ও রাসূলের নির্দেশ, মাইয়্যিতকে যত তাড়াতাড়ি পারা যায় দাফন করা-এ ব্যাপারে অলসতা করা, দেরী করা নিষেধ এবং গুনাহের কাজ। আজকাল চেহারা দেখানোর জন্য কিংবা জুম‘আ বা কোন ফরয নামাযের পর বেশী লোক হবে-এ আশায় জানাযার নামাযে দেরী করা হয়, এটা ঠিক নয়। বরং এর আগে গোসল, কাফন ও কবর খনন হয়ে থাকলে, অল্প লোক হলেও জানাযার নামায পড়ে দাফন সেরে ফেলবে। তেমনিভাবে অনেক মাইয়্যিতকে গ্রামের বাড়ীতে নেয়ার জন্য বা তারা কোন আত্মীয়ের আগমনের জন্য দাফন করতে দেরী করে। এই সবই গুনাহের কাজ। আর খবরদার! দুনিয়াতে যার থেকে যাদের পর্দা করা জরুরী, মৃত্যুর পরেও তাদেরকে তার চেহারা দেখানো যাবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ২৩১
  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৮
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪০৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১