ইমামের পিছনে যে কোন রাকা‘আত নামাযে (জামা‘আতে) অংশ নিয়ে ইমামের সালাম ফিরানোর পরে অবশিষ্ট নামায একাকী আদায় করার সময় যদি মুক্তাদির কোন ফরয বা ওয়াজিব ছুটে যায় তাহলে মুক্তাদির কি করণীয় হবে?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ইমামের সালাম ফিরানোর পরে যদি মাসবূক মূক্তাদীর কোন ফরয ছুটে যায়, তাহলে সাথে সাথে তার নামায ভেঙ্গে যাবে। এবং উক্ত নামায শুরু থেকে দ্বিতীয়বার পড়া জরুরী। উক্ত সুরতে সিজদায়ে সাহু দিলেও হবে না। কারণ, সিজদায়ে সাহু দেয়া হয় ভুলে কোন ওয়াজিব তরক হলে। আর মাসবূকের নিজস্ব নামাযে যদি কোন ওয়াজিব ভুল ক্রমে ছুটে যায়, তাহলে শেষ বৈঠকে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। মোদ্দাকথা, ইমাম কিংবা মাসবূক বা একাকী নামাযী ব্যক্তির যদি কোন ফরয ছুটে যায়, তাহলে পুনরায় নামায পড়তে হবে। আর যদি কোন ওয়াজিব ভুল ক্রমে ছুটে যায়, তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে।
- والله اعلم باالصواب -