বড়শী বা কোঁচ দিয়ে মাছ শিকার

ইসলামী জিন্দেগীজায়েয-নাজায়েয২২ ফেব, ২১

প্রশ্ন

বড়শী ব কোঁচ দিয়ে মাছ ধরা শরীয়তের দৃষ্টিতে জায়িয আছে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বড়শী বা কোঁচ দিয়ে মাছ ধরা জায়িয আছে। এ ব্যাপারে শরীয়তের কোন নিষেধাজ্ঞা নেই। কেননা, এক হাদীসে আছে, যে মাছ তোমরা (জীবিত) শিকার কর, তা খাও। এ হাদীসে সব রকমের শিকারকেই স্বীকৃতি দেয়া হয়েছে। তা যে ভাবে যে পন্থাই হোক না কেন। কেননা, এ হাদীসে শিকারের বিশেষ কোন পদ্ধতির উল্লেখ নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সূরা: المائدة, আয়াত:

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১