বাসে বা ট্রেনে তায়াম্মুম

ইসলামী জিন্দেগীপবিত্রতা২২ ফেব, ২১

প্রশ্ন

সফর অবস্থায় বাস বা ট্রেনে তায়াম্মুম করতে হলে কি পরিমাণ ধুলা থাকতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সফর অবস্থায় বা যে কোন সময় বাস বা ট্রেনে বা এমন যেকোন স্থানে যা মাটি জাতীয় পদার্থে তৈরী নয় তাতে তায়াম্মুম সহীহ হওয়ার জন্য শর্ত হল, তার মধ্যে এতটুকু পরিমাণ ধুলা থাকা-যাতে ধুলাবালি ভালভাবে হাতে লাগে। উল্লেখ্য, রোগী বা মাজুর ব্যক্তি ছাড়া সাধারণ যাত্রীদের জন্য তায়াম্মুম করা জায়িয হবে না, যেহেতু ট্রেনে পানি থাকে বা নিজের সাথেও পানি রাখা যায় বা কোন ষ্টেশনে থামলে পানির ব্যবস্থা করা যায়, তেমনিভাবে বাসেও পানি রাখা যায় বা ড্রাইভারকে বলে পানির স্থানে থামিয়ে উযু করে নামায পড়া যায়। সুতরাং এসকল ক্ষেত্রে সহীহ উজর ব্যতীত তায়াম্মুম করা জায়িয নয়। এদিকে খেয়াল রাখা জরুরী।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১