কবরের গভীরতা ও বাঁশের উচ্চতা

মাসিক আল কাউসারমৃত্যু ও আনুষঙ্গিক১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

আমাদের এলাকায় কবরে লাশ রেখে প্রায় ২ হাত উঁচুতে বাঁশ দেওয়া হয়। লোকদের ধারণা, সওয়াল-জওয়াবের জন্য মুর্দাকে যখন বসানো হবে তখন বসতে গিয়ে যেন মাথা বাঁশে না লাগে। ভালোভাবে যেন বসতে পারে। আর গভীরতার ক্ষেত্রে কেউ বেশি গভীর করে কেউ কম। তাই জানতে চাই,

ক. কবরের গভীরতার পরিমাণ কতটুকু হওয়া উচিত?

খ. মুর্দা বসতে পারে এ পরিমাণ কবরে ফাঁকা রাখা ঠিক কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ক. কবরের গভীরতা এ পরিমাণ হওয়া উচিত যেন লাশের দুর্গন্ধ না ছড়াং এবং হিংস্র পশুর আক্রমণ থেকেও লাশ হেফাযত থাকে। তাই অন্তত কোমর পরিমাণ গভীর করা উচিত। সম্ভব হলে পূর্ণ দেহ পরিমাণ গভীর করা উত্তম। খলীফাতুল মুসলিমীন উমর e ইন্তেকালের আগে তাঁর কবর একজন মানুষের দেহের দৈর্ঘ্য পরিমাণ গভীর করার অসিয়ত করেছিলেন। -মুসান্নাফ ইবনে আবী শাইবা ৭/৩২৪

খ. কবরে শায়িত ব্যক্তিকে বসানো, সওয়াল-জওয়াব করা এসব বরযখ নামক এক অদৃশ্য জগতে হবে। কাফন-দাফনের বিধানাবলির সাথে এর কোনো সম্পর্ক নেই। তাই বরযখে মাইয়্যিত কিভাবে বসবে, ফেরেশতারা কোথায় থাকবে ইত্যাদি বিষয় নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই। আল্লাহর হুকুম ও কুদরতেই এসব কিছু হবে। সুতরাং কবরে বেশি ফাঁকা না রেখে বাঁশগুলো লাশের কাছাকাছি রাখা নিয়ম।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শরহুল মুহাযযাব, খন্ড: , পৃষ্ঠা: ২৫১
  • আলমুগনী, খন্ড: , পৃষ্ঠা: ৪২৬
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৯০
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ২৩৩
  • হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ৩৩
  • ইমদাদুল আহকাম, খন্ড: , পৃষ্ঠা: ৮৩৯
  • খায়রুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৫৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১