পাথর, কয়লা বা চুনা দ্বারা লেপা দেয়ালে তায়াম্মুম করা

ইসলামী জিন্দেগীপবিত্রতা২২ ফেব, ২১

প্রশ্ন

কয়লা বা পাথর কয়লা দ্বারা তায়াম্মুম সহীহ হবে কিনা? চুনা দ্বারা প্রলেপিত দেয়ালে ধূলাবালি না থাকা সত্ত্বেও তায়াম্মুম হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কাঠের কয়লা দ্বারা তায়াম্মুম করলে তায়াম্মুম সহীহ হবে না। তবে পাথরী কয়লা দ্বারা তায়াম্মুম সহীহ হবে। পাথরী চুনা মাটিরই এক প্রকার। আর মাটির যাবতীয় প্রকার দ্বারা তায়াম্মুম করা জায়িয । অতএব চুনা দ্বারা প্রলেপিত দেয়ালে তায়াম্মুম করা জায়িয হবে, ঐ দেয়ালে ধুলাবালি থাক বা না থাক।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদ্ দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ২৩৯
  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ২৬
  • আল বাহরুর-রায়িক, খন্ড: , পৃষ্ঠা: ১৪৭
  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ১১২
  • ফাতওয়ায়ে দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ২২৪
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৭
  • ফাতাওয়া খলীলীয়া, পৃষ্ঠা: ৭৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১