এক টুকরো মাটিতে বারবার তায়াম্মুম করা

মাসিক আল কাউসারপবিত্রতা২৫ মার্চ, ২১

প্রশ্ন

আমার এক আত্মীয় ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তার পানি ব্যবহার করতে নিষেধ করেছেন। তাই তিনি নিজের কাছে একটি মাটির টুকরা রেখেছেন। প্রত্যেকবার এটা দিয়ে তায়াম্মুম করে নামায আদায় করেন। জানার বিষয় হল, এ পদ্ধতিতে তায়াম্মুম করা সহীহ হবে কি? প্রত্যেকবার তায়াম্মুমের জন্য নতুন মাটি নিতে হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মাটির একটি টুকরা দ্বারা যতবার ইচ্ছা তায়াম্মুম করা যায়। প্রত্যেকবার তায়াম্মুমের জন্য নতুন মাটি নেওয়ার প্রয়োজন নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩১
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩১১
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৬৩
  • ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৭
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৪২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৫ মার্চ, ২১