এক তায়াম্মুমে একাধিক ওয়াক্ত নামায পড়া

মাসিক আল কাউসারনামায৫ জানু, ২১

প্রশ্ন

শীতের মৌসুমে কয়েকদিন আমি তীব্র জ্বরে আক্রান্ত ছিলাম। তায়াম্মুম করে নামায পড়তাম। একজন অত্মীয় আমাকে দেখতে এসে বললেন, ‘একবার তায়াম্মুম করে বারবার নামায পড়া যায় না। প্রতি ওয়াক্তে তায়াম্মুম করে নিও।’

জানার বিষয় হল, একবার তায়াম্মুম করে কত ওয়াক্ত নামায পড়া যায়? ইতিপূর্বে আমি এক তায়াম্মুমে (পবিত্রতা থাকা পর্যন্ত) একাধিক নামায পড়েছি। সেগুলোর কী হুকুম?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এক তায়াম্মুম দিয়ে কয়েক ওয়াক্ত নামায পড়াও জায়েয। সুতরাং আপনার উক্ত নামাযগুলো সহীহ হয়েছে। ইবরাহীম নাখায়ী i বলেন-

إِذَا تَيَمّمَ الرّجُلُ، فَهُوَ عَلَى تَيَمّمِهِ، مَا لَمْ يَجِدِ الْمَاءَ أَوْ يُحْدِثْ.

তায়াম্মুম করার পর পানি পাওয়ার আগ পর্যন্ত (পানি না থাকার কারেণ তায়াম্মুম করে থাকলে) অথবা অযু ভঙ্গের কোনো কারণ পাওয়া যাওয়ার আগ পর্যন্ত সে তায়াম্মুম অবস্থাতেই থাকবে। -কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ ১/৬৬

- والله اعلم باالصواب -

সূত্র

  • সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ১১৩
  • শরহু মুখতাসারিত তাহাবী, খন্ড: , পৃষ্ঠা: ৪২৪
  • মুখতারাতুন নাওয়াযিল, খন্ড: , পৃষ্ঠা: ২১৭
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৫৬
  • শরহুল মুনয়া, পৃষ্ঠা: ৮৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ জানু, ২১