যবেহকৃত গরুর কোন কোন অংশ খাওয়া জায়িয এবং কোন কোন অংশ খাওয়া জায়িয নয়?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রাণীর আটটি অংশ খাওয়া নিষেধ। যথা-১.পুরুষ লিঙ্গ, ২.স্ত্রীলিঙ্গ, ৩. মুত্র থলি, ৪.পিঠের হাড়ের ভিতরের মগয বা সাদা রগ, ৫. চামড়ার নীচের টিউমারের মত উঁচু গোশত, ৬. অণ্ডকোষ, ৭. পিত্ত ও ৮.প্রবাহিত রক্ত।
উল্লেখিত অংশগুলো ব্যতীত বাকি সব অংশ খাওয়া জায়িয আছে।
- والله اعلم باالصواب -